আজকে তুমি করলে যাহা সাক্ষী হবে কাল,
মাফ না নিয়ে হয় না যেনো; ডাক দে পরকাল !
দুই দিনেই এই রঙ্গ তামাশায় ভুলে আখেরাত
ডুবে থাকি মন্দ কাজে সকাল কিংবা রাত ।
কে সৃজিল কেনো সৃজন রাখিনা তা মনে
তাঁর নেয়ামত ভোগ করেছি বিনা অর্জনে ।
একদিনেই হিসেব দিতে সাধ্য কারো নাই
কতো কিছুই নিচ্ছি শুধুই; সেই দিচ্ছি কি তাই ?
শুধু ভক্তিতে শির নত যে চাই স্রষ্টাই কাছে
বিনিময়ে শেষ জীবনে জান্নাত জমা আছে ।


সোমবার- ০৬ জ্যৈষ্ঠ ১৪২৬, ২০ মে ২০১৯