খাবার জন্য বল‌তে পা‌রিনা,
পা‌রিনা না ব‌লে সই‌তে,
য‌দ্দিন বাঁ‌চি আমার কষ্ট
আমাকেই হ‌বে বই‌তে।
বাস্তব তার চাবুক ক‌ষে‌ছে,
গড়া নাই ভা‌ঙে ভাঙ্গাই,
আ‌মি ভাবলাম কষা‌নো চাবুক
আমার র‌ঙে রাঙ্গাই ...
তিন‌বেলাটা দুই‌বেলা হয়,
এক‌বেলা বাই বাই,
এক‌বেলা‌তে উপাস ক‌রি
এক‌বেলাতে খাই।