হঠাৎ করে
আবার সেদিন
আমার সাথে
     আমার দেখা
আয়নাতে নয়
ভণ্ডামি নয়
পুকুর পাড়ে
     দেখতে শেখা ।
শান্ত পুকুর
শান্ত দুপুর
আমার ছায়া
     কাঁপছে কেন ?
সম্ভবতঃ
অন্তঃপুরের
উথাল-পাথাল
     মাপছে যেন ।
পানির ভেতর
প্রতিচ্ছবির
মাত্রাটুকু
     অপ্রাকৃতিক
অতীন্দ্রিয়
বলতে পারো
বলতে পারো
      অস্বাভাবিক।                                                  
আমার মুখো-
-মুখি আমি
ভেতর-বাহির
      সব দেখা যায়
ভয় পেয়ে তাই
খুঁজতে থাকি
সব লুকাবার
      একটা উপায়।
ভেতর-বাহির
সব পড়া যায়
সহজ সরল
     ভাষায় লেখা
ঝাপটা মেরে
শেষ করে দেই
আমার সাথে
     আমার দেখা ।