‌সিগন্যা‌লে প‌ড়া হি‌রো‌কে ‌তা‌লি‌তে
নাম ধ‌রে ফ্যান্ ডাক‌তো,
সুলতান ব‌ড়ো আশাবাদী হ‌য়ে
মানব মানবী আঁক‌তো।
এমন‌কি তাঁর ফুচকা খাওয়াও
অ‌নেক মানুষ দেখ‌তো,
‌নাটক কেমন হ‌য়ে‌ছে সেকথা
বোদ্ধা প‌াতায় লিখ‌তো।
ঢ‌লের ভেত‌রে রাস্তা বানা‌তে
ট্রা‌ফিক ঘে‌মে‌ছিল,
বা‌কের ভাই‌কে বাঁচা‌তে মানুষ
রাস্তায় নে‌মে‌ছিল।
হুমায়ুন জা‌নি হুমায়ুন দে‌খে
ভীষণ মুগ্ধ হ‌তো,  
এরকম স্মৃ‌তি, কথা, বাণী, গান
জমা আ‌ছে ক‌তো শত!
‌সেইসব তারা এখন আকা‌শে,
নেই কোন হৈ চৈ,
‌স্টেজ প‌ড়ে আ‌ছে তোমার জন্য
‌কিন্তু তু‌মি কই?