ক‌বিতায় টা‌ট্টিখানা আন‌তে নেই।
পূঁজ, মল মূত্র, দুর্গন্ধ,
অসুন্দর নারী পুরুষ এখা‌নে নি‌ষিদ্ধ।
কুৎ‌সিত  গা‌লি,
আপ‌নি জীবনভর যত দেন বা শো‌নেন,
ক‌বিতায় তা আনা যায় না।
সুন্দরী রমণী, ফুল, সুঘ্রাণ, সুগন্ধ
এগু‌লো আস‌তে পা‌রে।
কেননা এগু‌লো কাং‌খিত সুকুমারবৃ‌ত্তি।
এগু‌লোর আড়ে
ক‌বি র  সবরকম লাম্পট্য জা‌য়েজ।
ক‌বিকূলের এক অংশ কি
ক‌বিতা‌কে ভন্ডা‌মির আশ্রয় বানা‌চ্ছেন?
তা বানা‌তেই পা‌রেন।
কোথায় লেখা আ‌ছে ক‌বি মাত্রই দু‌ধে ধোঁয়া ?
অথচ সেই  বিশুদ্ধতাই
ব‌ড়ো চাই ক‌বি র  কাছ থে‌কে।