ও ভিনদেশী আর ডাকিস না আমায়
প্রাণ যে আমার ছুটে যায় তোর কিনারায়,
প্রথম যেদিন তোর ঐ মুক্ত ঝরা
হাসির আওয়াজ শুনেছি
মনের কোণে কল্পনার রাজ্যে
তোকে নিয়ে হাজার স্বপ্ন বুনেছি।


তুই যে আমার মেঘরানী
মনের আকাশ জুড়ে ঘুরে ঘুরে,
হাজার স্বপ্ন নিয়ে কল্পনায়
ঘুরে আসি অচিনপুরে।


তুই যে আমার চাঁদসুন্দরী
আমি কৃষ্ণকালো
তাইতো মনের রাজ্যে তোকে
রাঁধা বানিয়ে বাসিভালো।


তুই আমার হাজার সুরের ধারা
তাইতো জীবনের সব গান ব্যর্থ তুই ছাড়া,
তুই আমার ভায়োলিনের করুন সুর
তাই বলে কি থাকবি বহু দূর।


ইচ্ছে আমার তোকে নিয়ে
মেঘের রাজ্য দেব পাড়ি,
দুজন মিলে
থাকবো মেঘে,মেঘে গড়ব বাড়ী।


লেখক:শেখ ফরিদ(#ছোটমামা)