বৈশাখ মাসে হাঁওড়ে মাছ নেই
আছে আধা-পাকা ধান ক্ষেত,
আঁকাবাকা সরু রাস্তা দু-পাশে -
কলমী লতা,বাশ আর বেত।


যতদূর চোখ যায় গ্রাম-বাংলার মাঠ-ঘাটে
সোনালী ধানে গিয়েছে ভরে,
টুনটুনির গুঞ্জন ধানক্ষেতের পরে
ঝাঁকে ঝাঁকে শালিক আর চড়ুই পাখি উড়ে।


কখনো তপ্ত রোদে, কখনো আকাশ জুড়ে
মেঘলা দিনে হাওড় বা বিলে,
দূর আকাশে সাদা সাদা মেঘের সাথে
ডানা মেলে উড়ছে গাঙচিলে।


রোদ নেই আকাশে ঘোলাট মেঘের আড়ালে
দিনমতি যেন ঘুমিয়ে আছে,
আচমকায় বজ্র ধ্বনি আর হঠাৎ ঝড়ে
ঘরবাড়ি চুরমার করে গেছে।


২৩ মে ২০১৮ খ্রিঃ
ইকবাল নগর, সুনামগঞ্জ।