বসন্ত ছুয়েছে মোরে,
সরূপা সুবেশা হয়ে
অশ্বসম ছুটিছে সদা
মিলন  মেলা মিলে কোথা
জিঞ্জির ছেড়া হৃদয় আপন
স্বপ্নপুরি রহে।


হৃদয় তরে জ্বলে শিখা,
নয়নে পুরিল নেশা;
কোন সন্ধান লয়ে?
ভাবনারা ঘুমহীন
কেটে যায় নিশিদিন;
মত্ত-হৃদয় খুঁজে তারে।


মুদিলে আঁখি
দৃশ্য-পটে মিলায় সখি;
শিহরণ মেলে কোন ছোয়া?
তারি নয়নের সন্ধানি হয়ে
খুঁজেফিরি সহসা।।