দিন, মহাপ্রলয়ের গ্রন্থি  ঐ- ছ’ আগস্টটি ,
বিজ্ঞযম ও বোঝে নাই হয় তো ঘটনাটি ।
বিভৎসতায় ভরা ! দেবতা আসেনি দর্শনে
সাক্ষী হিরশিমা, (পরে) নাগাসাকী তার স্থানে ।
এর পরে ও দেখার আছে কী, দু’চোখে বাকি ?
স্বাদ বড়ো খারাপ, চসকা লাগলে নয় সে মেকী ।


নেই বিভেদ প্রবুদ্ধ, বিজ্ঞ- মূর্খ, পাগলে
স্বার্থ এবং অমঙ্গলে ওরা চলে- গলে গলে !
কিছু ,বিনা নেশায় করে ঘৃণ্য মাতলামি
চায় লুট, অস্ত্রের আঘাতে পর জমাজমি ।
ঘরে-ঘরে কষ্টের অর্জিত সম্পদ ধন
একনিমেষে সে লম্পট করে অপহরণ ।


আজ ও সে বিষাক্ত এটমবোম হাতে ধরে
দম্ভে ওরা চারিদিক জুড়ে বিশ্ব ঘোরে ।
মানব সমাজের এ মূঢ় আচরণ গন্দা চল
একদিন হয় তো মরণ কালে জুটিবেনা জল !


(ইং-০৫-০৮-২০১৯)
০৬-আগস্ট ১৯৪৫-এ অমেরিকার বী-২৯ বোমবর্ষক বিমান ইলোনা গে দ্বারা
জাপানের হিরশিমার উপর এটমবোম ফেলে ,তিন দিন পর নাগাসাকীর উপর বোম বর্ষণ করে । হামলায় দু’লক্ষের উপর নরসংহার ঘটে ।
পরলোক আত্মাদের প্রতি শ্রদ্ধা জানাই ।