নেতার দোলাচাল রম্য রথে ,
প্রচারিত শঙ্খধ্বনি সর্বভিতে !
লোক ঠকা প্রেম, হৃদে ভরিয়া
নেতা যেন উদার দিল দরিয়া ।
আকাশ-বাতাস মথিত করিয়া –
আনে আশা-স্বপ্ন, ডালি ভরিয়া ।
আজ সব অপকর্মে সে হন্যে-
কত রূপ ধরে ভোটের জন্যে ,
আকাশ কুসুম কল্পনার জালে –
মাইকে নেতার সম্ভাষণ চলে ।


ময়ূর নৃত্যের খুশী ভরা শ্রাবণ ,
সুখ,গৃহে-গৃহে, বহিবে প্লাবন ।
তাঁর দেশ উদ্ধারে মহান পণ ,
তাই ন্যাস্ত যেন, তন-মন-ধন ।
ঝলসানো রূপ , বিদ্যুৎ ছটায় !
ফটোর চিলিক্, প্রতি ক্যামেরায় ।
ফুলে সাজোয়া, সুসজ্জিত গাড়ী -
গলায় ভরা মালা, সংখ্যায় ভারী !


অবাকে ভাবায় ! এ নেতা দরদী –
তাঁর আকাঙ্ক্ষা, পুনঃ-পুনঃ গদি !
নেতা ছোঁয়, আর্তের মর্ম স্থল-
আস্থায় সে তোলে ঘরে ফসল ।
জন-আশীর্বাদে গড়েন নেতা ,
আগের নামডাক, বংশের মাথা ।


(ইং-০৪-১২-২০১৭)
*- বিচক্ষণ ভোটের দ্বারা কর্ম বিচারে নেতা গড়া উচিত, ভাবের -আস্থায় নয় ।
*-ভারতে আগামী ১৭-তম লোকসভার ভোট ১১ এপ্রিল২০১৯ থেকে শুরু যেন সুষ্ঠু-সফল হয় তার নির্বাচন প্রক্রিয়া । এই কামনা করি ।