পাখী ওড়ে, নভঃ পরে, লয়-তাল-সুরে
অপারঙ্গম বশে করা, মুঠোয় তাকে ধরে ,
বাজ, বীরদর্পে গর্জে, ডাকে গগন ’পরে
কার সাধ্য তার স্বাধীনতা অপহরণ করে ?


‘ছাগলে কি না খায়, পাগলে কি না কয়’ !
অসহনীয় অত্যাচার সহ্য করে সে- সময় ।
দুরাচার-অনাচার, কদাচার আর ব্যভিচার ,
তারা ঝালমসলা মুড়িমুড়কি আজ সমাচার ।


পূর্বাগ্রহ, কোলে ঝোল টানা, অন্ধত্বে সায় ,
সহ্যে, জ্ঞান-গুণ, সার-সত্য, জলাঞ্জলি যায় ।
দলে যারা দলেভারী, চালায় খুব বাটপাড়ি ,
বাঁচা, শান্তির মাধ্যম-উপায়, মধ্যস্থতা করি ।
(ইং-২৭-০৩-২০২০)
#>-করোনাকে নিয়ে অনেকে মন গড়ন ,পূর্বাগ্রহ ভাবনা নিয়ে আত্মসন্তুষ্টিতে মগ্ন ,
সে প্রচারে না গিয়ে স্বীয় বুদ্ধিতে সত্যতা বুঝতে বলা ।