আমরা বলি ব্যাধি , বিদ্বেষ ,বিবেক হীন সমাজ ,
তারই মাঝে কত লোকের অতীব সুখের সাজ ।
চায় না তাঁরা পালটাতে সুর এমনি সুরভী ঘ্রাণ ,
কত শহীদের বলিদানে তাঁরা পেয়েছে এ স্থান ।

কারোর জন্যে করতে হয় না কোন কিছু আর
শুধু লাভের গাতি সুখের দিন ভাণ্ড ভরা তার ।
হাঁ !বন্ধু যদিও তাঁর অনেক, দুয়ারে বাঁধা শ্বান ,
আরাম কেদারে গরত দুলায় বাড়ে তাঁর মান ।
দু’দশ গণ্ডা সিপাই রত ,পাহারায় দিবানিশি
তাঁর দিনকাল মজায় চলে, সুখ সমৃদ্ধি বেশী ।

শাসক তরে আবেদন মিছিল দুস্থ শুধু লড়ে
সাগর মন্থনের মাখনটুকু স্বার্থীরা হরণ করে ।
আমার চিন্তা দেশে ফিরুক সুখশান্তি সুনাম ,
ওঁদের চিন্তা বৈষম্যের জন্ম ,অস্থির করা কাম ।

(ইং-০১-০৯-২০২০)
*-শ্বান > কুকুর ।