সময়ে যখন ঘটনা ঘটে নিজেকে নিয়ে
কিছু কিছু সত্যতা জাগ্রত হয় কষ্ট সহে ,
মনঃচৌকাঠে দৃশ্যগুলি ভাসে জলজ্যান্ত
সাকার দেখা আজও সে ছবিগুলি জীবন্ত ।


সমাজবাদ- তার পতনে মাতাল হিটলার
যুদ্ধে, সমূলে ধ্বংস চেয়েছিল রাশিয়ার ,
অবরোধ করে দেশ, বিশাল বাহিনী দিয়ে
লুট, রাহাজানি, হত্যায় মাতে এসব নিয়ে ।


সেথা, দু’কোটির উর্ধ্বে মানুষ প্রাণ হারায়
পরিণাম, হিটলার ও মৃত্যুর কবলে সমায় !
রেখে যায় কুখ্যাতি, ঘৃণিত এক ইতিহাস ,
জার্মানিতে হাহাকার মচে খাদ্যে সন্ত্রাস ।


দাঁড়ি পাল্লার একদিকে রাখা হয় রুটি দুধ
অপর দিকে চাপানো, গাদা-গাদা নোট ,
এভাবেও,অমিল দেখা দেয় খাদ্য সামগ্রী ,
সময়টা ছিল সেথা, মনুষ্য কৃত- মহামারী ।


(ইং-২৫-০৩-২০২০)
এখানে হিটলারের সাথে আজকার ঘটনার তুলনা করা নয় ।
মূল বলা, বিশ্ব মানব যদি আগের তরে জাগরুক না হয় ,এমন ঘটনা বার বার আসতে থাকবে । ইতিহাস থেকে শেখার আছে ।