গূঢ় জ্ঞান হল জানা, ধড়ে-শক্তি নানা
তবু কেন মনের কোণে অশান্তির পনা ?
অসীম আস্থা-ভক্তি-বুদ্ধি, মন ও শুদ্ধি ,
কৃছ্রসাধন, জলকাদা ঘাঁটা, আজ অব্দি ।


জ্ঞানের ছয়লাপ, জ্ঞানী-গুণীর আলাপ
সর্বকাজে মার্জিত সুমধুর তাঁর স্বভাব ।
মরিচা সমাজে ঘর, প্রবল ঘুণ, তীব্রতর
কেন নেন না তাঁরা, কাজে সঠিক খবর ?


চৌদিকে ঘোর অনাচার, এসব কর্ম কার
এত দেখে ও হয় না উদয় সুসংস্কার ,
এসে কোন্ দেবতা ? রূপ ধরে ত্রেতা !
মানুষ ভিন্ন দায় পড়েনি উদ্ধারে সেথা ।


জ্ঞানের বোঝা বয়ে, গঙ্গাজলে নেয়ে ,
নিজেকে জাহির স্বয়ং রাজা, আপদ জয়ে !
নিরেট চতুরপনা, স্বার্থে থাকেন একমনা ,
নিজ হিতে পদবী চান- তিনি মহাপ্রাণা ।


(ইং-১৯-০৯-২০১৯)