যদি শিকা ছিঁড়ে ঘটনা ঘটে- শুভফল ,
চালাক গদগদ, সুযোগে অতি উজ্জ্বল ।
এখন এমনি আশায় চলন, তালে তাল
এক ছড়িতে হাঁকা শিশু-বৃদ্ধ-আবাল ।


চাষীর ফসল বাঁচে না, ডোবে জলে ,
ধর্মকাজ স্বর্গ চিন্তা-মাতন সব ফেলে ।
উঁচু উঁচু ভগবান মূর্তি দাঁড়িয়ে আজ ঐ
অধরা সুখ, মধুর বুলী মুখের ভাষা খৈ ।


কল-কারখানা ওরা, কোন্ বা মন্দির ?
উদাহ হবে তার রূপ-শ্রী অতি শিগ্গীর ।
নূতন হ’লে বিপদ, বাঁচে কিছু পরিবার ,
সে ধন আজি চাইছে সাক্ষাৎ অবতার !
শুভবুদ্ধি, শ্রেষ্ঠজ্ঞান, উৎস সে গর্ভগৃহ ,
কার প্রাণে সাহস ! যুক্তি করে হেয় ।


(ইং-০৫-০৯-২০১৯)