ধর্ম নিয়ে অধর্মের ঝড় ভরছে আঙন অবুঝ শিক্ষা ,
ব্যাখ্যায় তারা পায় না আখ্যা ধর্ম যেন মাঙে ভিক্ষা !
কপট ছলনা অচল চালনা চলছে সদা নিত্য
ভেজাল কালিমা মুমূর্ষু মহিমা করছে সবার তৃপ্ত ৷
ধর্ম বড়ো না অধর্ম বড়ো - বড়োর বাড়াবাড়ি;
ধর্ম-অধর্ম, কর্ম-অকর্ম, সবার যেন একই হাঁড়ি !
এই বুঝি হয় এবার জয়, ধর্মধ্বজ উচ্চ শিখর ,
খন্ড-খন্ড আঘাতে আঘাতে, ভণ্ড হল জয় জয়কার ৷
বিশ্ব বাতায়ন ভরা আছে যখন, অসীম জ্ঞান ভাণ্ডার ;
কেন অনর্থ হল অর্থ, ছাড়িয়ে বিষম অন্তর !
খুঁজিছে কত জিজ্ঞাসু যতো পশ্চিমে আর পূরবে ;
যখন ধর্মই অটুট, খোঁজ তার সত্য নিখুঁত, অবশ্য পাবে ৷
গড়ে ওঠার মন্ত্র যেটা ধর্ম সাথে নিলে ,
সর্ব বাধার বাঁধন ছিড়বে, সত্য সঙ্গ পেলে ৷
অক্ষয় তবে অমর হবে ধর্ম নৌকা বেয়ে ,                          
পারাপারের একই সাথীর ধর্ম সঙ্গ নিয়ে ৷                                
                              (বুধবার-ইং-১৫-0৪-২০১৫)
অপর অপ্রকাশিত কবিতা গুগল সার্চ দিন (Jiggasa.in)