চলতে চায় না, চলে ঠিকই
পালে লাগলে হাওয়া ,
মাঝির বৈঠা ধরাই থাকে
নাও, লাগে না বাওয়া ।
দিশার মতি হাওয়ার গতি
অন্য উপায় নাই ,
বায়ুর তাড়নায় পথ চলা
বলের নিয়ম তাই ।


ক্রান্তি কালে নিয়ম মাফিক
হয় না তমাম কাজ ,
নাছোড় বান্দা হয়ে জনতা
মাতায় সারা সমাজ ।
অচল, খোঁড়া, পথ হারা ,
পথের দিশা পেলে -
শুদ্ধ নীতির নেতা হ’লে  
ক্রান্তি করে ফেলে ।


(ইং-০১-০৬-২০১৯)