কাজের বোঝ্ ,সুখ কম, অধুনা এ যুগ
দুঃখ বেশী শান্তি কম-রূপটি বেশ খুব ,
ভালোবাসাটা সখের মিঠাই,-ক্ষণস্থায়ী
ভাগ্যশালী-আহ্লাদিত আত্মসুখে জয়ী ।


অসংখ্য ঝুট-ঝঞ্ঝাট জীবনেতে মেলা
রাতদিন ইঁদুর দৌঁড়- ধরে মহাজ্বালা ।
বাহ্য আড়ম্বরঘন ,-চতুর আছে মেতে
কতোর মেকী হাস্য, ফোঁকলা দাঁতে ।


শোষণের ছত্রছায়ায় গড়ে ওঠা মন
কত রয় কুণ্ডলীমেরে ,অর্থ-কড়ি-ধন ।
চরম অভাব-কষ্টে, রোগ দুঃখ ভুগে
কত জন অকালে- চলে স্বর্গাভিমুখে ।


পরকেচ্ছায় মাতামাতি ধৈর্যে নয় কম ,
সারাক্ষণ ভুগছে মনে নানা বদহজম ।
পর-কাছা টানাটানি- এ কর্মে নিপুন
উত্থানে ভদ্রলোক, লাগে নাকো গুণ ।


(ইং-০২-১১-২০১৯)