বিশাল দেশ সম্পদে ভরা
ইঁদুরের সংখ্যা বেশ ,
চাষীর ফসল কত যে গর্তে
হিসেবের নেই শেষ ।
ধেঁড়ে ইঁদুর, ছিঁচকে ইঁদুর ,
বুদ্ধিমান দল মেলা ,
বড়ো বড়ো পদে তারা
শস্য হড়পের খেলা ।
দেশের সম্পদে সিঁদ কাটে
কারখানা আর কলে ,
লোপাট করে ব্যাঙ্কের টাকা
সেয়ানা ইন্দুর মিলে ।


জনতা হয় আরো গরীব
বাহাত্তর বছর ধরে ,
এক কাজ দেশে উত্তম
ইঁদুরের সঞ্চয় বাড়ে !
মুষিক এখন দেশের সান
তার চিন্তা নাই ,
বিপদ আপদে রক্ষা করে
সিদ্ধি দাতা গোসাঁই ।


(ইং-১৬-০১-২০২০)