স্থিতি সে মানব জীবন
পৃথিবীর বুকে, অল্পক্ষণ !
ধরার আয়ু ,পনেরো কোটি
মেনে নিলাম, কিছুটা খাঁটী ,
যে দিন পড়িল মনুষ্য নীব -
নরই সেথা, মেধাবী জীব !


কত না, রঙিন রং চড়া -
বসতবাটী আশঙ্কায় ভরা ।
পূর্বজ তারা, সকলে মিলে
সহে যন্ত্রণা, তিলে তিলে ;
রক্ষণা-বেক্ষণ সঘনন চলে ,
অতীতটা দেখি আঁখিমেলে ।


রুক্ষ পরিবেশ দিগবলয় ,
ক্ষণে নামিত আপদা প্রলয় !
আদরে বক্ষে মায়ায় ধরি ,
পার করিল জনম তরী ।
কোথায় ছিল হাজারো ধর্ম ,
কোথায় ছিল সুরক্ষায় বর্ম ?
মুখ্য ছিল পরস্পর সম্মান -
যাহাতে বাঁচে, অমূল্য প্রাণ ।


আজ অজেয় গর্বিত মন ,
ভাবছি অক্ষয় এ বন্ধন !
সম্মুখে হেরি- হানাহানি ,
প্রাণটি ধ্বংসে, কত রণারণি !!


(ইং-২৭-০৮-২০১৮)
*-হিন্দী শব্দ, নীব > ভিত, সূচনা,