প্রতি মাবাবার পুত্র-কন্যার তরে প্রাণ  
লেখাপড়া করে জাগুক সন্তান ,
জগৎ কল্যাণে তারা হবে মহান -
মাতাপিতার বাড়িবে নাম-যশ-মান ।


কত অভুক্তে, সারা রাত জেগে
তাঁরা সদা সন্তানের মঙ্গল মাঁগে ।
যেমনি হোক না ,বৎস বেচারা !
আয় উন্নতিতে- নাও যদি পারা -
কিছু সম্পদ রাখে বাবারা হাতে -
দীর্ঘদিন সন্তানেরা বাঁচে যা’তে ।


এ হেন অভিভাবক হন হেয় ,
শহরবাসী সন্তান, তাঁকে বলে গেঁও !
অপরাধ, তাঁরা বৃদ্ধ-বৃদ্ধা অচল ,
ছেলে মেয়ে ছাড়া নেই গতি-সম্বল ।


(ইং-০৩-০৬-২০১৯)