গুরুমন্ত্র-প্রার্থনা, রোজ সহস্র বার
স্মরণে শুদ্ধকন্ঠে, পাঠ হ’ল তার ,
জাগে না ত্যেজদীপ্তে অন্তরাত্মা  
না-দূরভিত কালিমা যতো জমা ।


বিশ্বপ্রেমে মতি, না মাতাল-উদার
খিল্ আঁটা মন, নিথর রুদ্ধদ্বার ,
মেধা-ধী-চৈতন্য, উড়োবাতাস
চিত্ত নির্লিপ্ত ,মোহ্যমান আভাস ।


যাত্রাকাল বয়ে চলে প্রবীণ ধারায়
পরমায়ু ফুরিয়ে যায় সময় হারায় ,
ভূলোকের কোল ভরা জ্ঞান-সোনা
আছে চোক্ষু তবু অনুভবে কানা ।


চোখ ধাঁধায় শুধু আকাশী বিদ্যুৎ
জটিল অবস্থা মাঝে পার হয় যুগ ,
অনন্ত জিজ্ঞাসা, উঁকি দেয় প্রাণে
না কোন আলোড়ন-এ মূঢ় মনে !


(ইং-০৫-০৫-২০১৯)