না কোন শ্রম, মূলধন খাসা -
জ্ঞান বেচা , সুন্দর সে ব্যবসা ,
লাভ হয় বেশ ;বাড়ে পয়সা -
কাজে চাই--- একটু নেশা ।
আহাঃ !এ কাজটি করে ভদ্র
ধূর্তজ্ঞানীর সৃষ্ট বিভেদ সর্বত্র ,
সমাজ-বুকে করা বেশ ছিদ্র -
তারাই হয় মোড়ল যত্র-তত্র ;
দেখতে হলে একটু সজাগ চাই
খোলা লাগে নাক-কান-নেত্র ।
তাই তো এই সমাজের বুকে
জ্ঞান বেচে কত থাকেন সুখে ,
দিন-দিন বাড়ছে তার প্রাধান্য
ধনে-মানে , আরো হন ধন্য ;
মুখে মধুর প্রভুনাম
ধরায় মনে হয়, শ্রেষ্ঠ-এ কাম ।
(১২-০৭-২০২৫)