রং মাখা কত দেখি শয়নে স্বপন ,
ঘুরছে দুনিয়া আজি, বন্-বন্-বন্ !  
স্বপ্ন দানে মোরে, ওড়ার দু’পাখা ,
নভে শূন্যে উড়ি, নীচে ছবি আঁকা ।
দেখার নেই অন্ত চলছি অজানায় -
থর থর কাঁপে বুক অস্থির ভাবনায় ।


সামনে সুখ, তার নিমন্ত্রণ, আদর -
মাত্র দেখা দিয়ে, নির্দয়ী, ছুঁ-মন্তর ।
চড়ারঙে সাজগোজ রঙিন বাহার -
হাঙর খোঁজে বন্দরে তার আহার ।
রকমারি দ্রব্যে ঠাঁসা হাজারে হাজার ,
সৎ-অসৎ ,খল-ছল, ভরা বাজার ।
অপূরণ বাসনারা শুধু দেয় সাড়া -
এটাওটা সব চাই ,মন পাগলপারা ।


অতৃপ্ত বেকার, তার যন্ত্রণা অনুক্ষণ ,
হাতে নেই কোনরূপ বাঁচার সাধন ।
জীবনে সুখ-শান্তি পায় না তারা
সুন্দর পৃথিবী ভাবে, আবদ্ধ কারা ।
ফুটছে ক্রান্তি আজ কড়াই পরে ,
এমনি দৃশ্য ঘোরে, স্বপ্নটা ঘিরে !


(ইং-০৭-০৩-২০১৯)