থাকে যদি ঘুণলাগা, গাছের মূলে
বাঁচে কি জীবন শীতল জল ঢেলে ?
দলগত নীতি যখন ভ্রষ্ট আচারণ
হবে কী আশাপ্রদ, মঙ্গল শাসন ?


যারা বোঝে শুধু নিজ স্বার্থ-ধর্ম
গরীব অনাথের কী বুঝিবে মর্ম ?
উপরে অহরহ বলে মধুর বাণী
সবই ভূঁয়ো ভুলে ভরা জানি !


যার বিদ্যাবুদ্ধি-স্বভাব পর ক্ষতি
বড়পদ পেলেও ফেরে না সুমতি ,
যদিও সংখ্যায় তাঁরই দল ভারী
তবু নেবেই আর্তর সম্পদ কাড়ি ।


করে হজ,-গির্জায় প্রার্থনা-পার্বন
চক্কর কাটে তীর্থে, মন্দির প্রাঙ্গন ,
পড়ে ধর্মগ্রন্থ মাথা ঠোঁকে কত
তবু-চাতুরী চিন্তা ধরে-অবিরত !


(ইং-১৩-০৬-২০১৯)