যতই ভাব না- নিজ হয় না-প্রিয়জন
সর্বকাজে মতামতে আপন মতন ,
কারণ, এ পৃথিবী ব্যাতিক্রমে ভরা
অসময় উপকারে আসে না তারা ।


কাক চিল শকুন বাজ, ছেয়ে আজ ,
বনে বাঘ-সিংহ-হায়না, করে রাজ ;
নগর, বন, দীঘি-জল, ছায়াতরু গাছ
সবি করেছে দূষিত অধুনা সমাজ ।
‘আপন ভালো তো জগৎ ভালো’
এ প্রবাদ মূল্যহীন, আজ সে জলো ।


সূক্ষ্ম আবেগ অনুভূতি, স্বার্থ যুগে
পথেরধারা অধঃগতি, যাচ্ছে উবে ;
শ্মশান ফেরতা আজ হয় না ভাবুক
সেথায় সমাপ্ত, দয়া মায়া- একবুক ।


(ইং-১৩-১০-২০১৯)