মানুষ যদি ভূত হয়
সে কি বিবেক হারায় ?
না মরে যদি ভূত সাজে ,
স্বরূপ ,ভূতরূপ- কথা কাজে ,
ভূত আর মানুষে তফাত কোথায়
প্রভু, বুদ্ধি দাও মানুষের মাথায় ।


ভূতের অসাধ্য মানুষ পারে
মানুষের কাছে ভূত ও হারে !
ভূত ভয়ের অকারণ আভাস গন্ধ-
ভয়ের মহাকারণ মানুষই মন্দ ,
ভূতকে আর নাকরা অভিসম্পাত-
সে মানুষের মত নয় বজ্জাৎ !


(ইং-০৪-০৭-২০১৯)