সে দৈব দুর্যোগ কারো হাতে না
আগে পিছে সমস্ত ঘটনা অজানা ,
তাকে বশে করা দুঃসাধ্য ব্যাপার
দুখদর্দ বিস্তর -দৃশ্য শুধু হাহাকার ।


মানুষ কি হয় বোকা-বুদ্ধু-বলহীন ,
সব কাজে খাটো- নিঃস্ব-দুখীদীন ?
স্বতেজে অজেয়, পাড়ি গ্রহান্তর
অকুতোভয় অনাবৃষ্টি, তীব্র মন্বন্তর ।


প্রাতের বাড়ন্ত সূর্য, মেঘে- ঢাকে
সে মেঘ শুধু নিজ বিপদ ডাকে !
সূর্যশক্তি শিক্ষা দেয় সে মেঘকে ,
মানুষ শিখুক স্বয়ং শক্তিরূপ দেখে ।


বিরাজমান সুখভোগ করো উল্লাসে
কেন জাতপাতে হানাহানি প্রকাশে ?
একি অশান্তির কারখানা এ ধরায় ,
উদারে কেন শিক্ষা নেই ভাবনায় ?


(ইং-১০-০৯-২০১৯)
*-এখানে, বাড়ন্ত সূর্য > জাগ্রত চেতনা ।
মেঘে-ঢাকে > অশুভ শক্তি গ্রাস করে ।