ধরায় স্বর্গ করিতে ঊষর ভূমি-
ভরা ত্যাগী, ধ্যানী,-মঙ্গলকামী ।
কঠোর তপে কত যে তন্ময় ,
ব্যাপক অনুশীলনে রত রয় ।


সংক্রমণ যুগ, ভরেছে বিচার -
পূর্ণ তায়, থরে-থরে, বাজার ।
সে দ্রব্যই যেন বিচার-আচার !
প্রবলে তার বাজারে প্রচার ।


উপরে চড়িলে রূপসী রং -
নিষ্ফলা বিচার ও গড়ে সং !
ব্যবহারে হোক না বিপদগামী ,
গ্রহণে, গ্রাহক , দামী-দামী !


যদিও ভেজাল বিচার তাও ,
সময়ে কাটিত- অপরিমেয় !
সুধার কাজে আছে ও দোকান-
কত সুধারক পাচ্ছেন সম্মান !


দিনে-দিনে কত আশ্রম বাড়ে -
আস্থার আড়ালে ব্যাপক হারে ।
বিচারে নয় কি, কোন কলঙ্ক ?
সময়ে দেখি ঘোর আতঙ্ক ।


(ইং-১৯-১১-২০১৭)