ভিত যদি হয় নড়বড়
শক্ত হয় না কোন ঘর ,
প্রশ্নে মেলে তার উত্তর
ভাল্লাগে না সুন্দর ভোর ।


ভোট সে রাষ্ট্রের খুঁটি -
তারে করা তুচ্ছ মাটি ,
দেশ কি সোজা থাকে ?
শীঘ্র হেলে- পড়ে বেঁকে ।


ইচ্ছে খাড়ায় তোড়জোড়-
চাই জাগ্রত ভাবনা প্রখর ,
হেলা হেলা করিলে খেলা -
মাসুল লাগে আগে মেলা ।


দেশ পরাণ, দেশই জান
সেদিকে চাই অগাধ সম্মান ,
ভাসাইয়ো না দেশ নদে
আত্মত্যাগী বসুক মসনদে ।


(ইং-০৪-০২-২০১৯)