প্রচারিত এ কথা ব্যাপক হারে
তুমি যে সৎ- মানে ক’জনা ?
কত-কত ঘোরে বনে-বাদাড়ে ,
আরো দেয় নিত্য দুয়ারে হানা ।


কভু জনতার খেয়েছ কি গালি ?
হয়েছ কি সেবায়-খাটায় মুটে !
চাও কেবলি প্রশংসা, হাততালি ,
মেকী হাসি জন মাঝে ঠোঁটে ।


কী করে মানি আসল সৎ ?
বানের জলে অভাগা ভাসে
এ,সিতে শুয়ে গড়ো বরাত্ !
দেখিনি সেথা আর্তের পাশে ।


বনে ধরিলে দাবানল-আগুন ,
ওড়, নীল গগনে পঙ্খমেলে
ঘরে তোমার পৌষ ফাগুন -
চাও, নামটি সৎ-এর দলে ?
নায়কদস্তুর প্রসাধনে, পোষাকে ,
হয় না সুনাম, গোলেমালে ।


(ইং-০৭-০৮-২০১৯)
*-বরাত্ > ভাগ্য