নেতা তার শ্যেন দৃষ্টি
পেতে শ্রেষ্ঠ শিরোপা ,
একাগ্রতায় পথ ধরে  
সেই মন্ত্র জপা ৷
স্মরণে তর্পণে ভাবনা
জীবন না যায় বৃথা-
কাজকর্ম স্বভাবে নেতা
ভিজে বিড়াল যথা ৷
মনে প্রাণে মানে সে
শুধু একই প্রথা –
দেশে হোক নামডাক
উঁচু থাক মাথা ,
মান যেন না যায়  
ভোটে হোক জেতা ।


রূপ মাকাল, স্বার্থ তেজ
কানুনে তুখড় ,
দয়া-মায়া ক্ষমা হীন
চরিত্র নড়বড় !
ঝড় বন্যায় চাঙে ওঠে  
বড়ো মন নেতা -
সাধারণ নয় সে মোটে
প্রতি ভোটে জেতা !
রাত দিন ছলনার
জাল শুধু বেয়ে ,
পবিত্র গঙ্গা জলে
উঠে সদা নেয়ে ।


কত যে নিকট বন্ধু
তার কাছে হানা -
রসঘরে রাত ভরে
করে আনাগোনা ৷
তারা ভক্ত অনুরক্ত
বাধ্য কত হয় -
খুব করে কাজ করে
ভোটের সময় ৷
বেঁধে আটঘাট পরিপাট
মস্তানের দল
বড়ো বড়ো মিছিলে
বাড়ায় কোলাহল ।
ওরে শোন ,মাঠ যেন
রয় না ফাঁকা -
গৌরীসেন দলের মেন
লাগে দেবে টাকা  ৷
  
গরীব হটাও আপসে লড়াও
এটাই শুধু কাজ-
নেতার আদর আর সাদর
সমাজের মাঝ !
কতো যে ভরিবে দেশে
সে বিদেশী সুখ-
পাঁচটি বছর সবুরে থাক
একদম চুপ !!....


(ইং-১৭-১২-২০১৬)
*-ভারতে আগামী ১৭-তম লোকসভার ভোট ১১ এপ্রিল২০১৯ থেকে শুরু যেন সুষ্ঠু-সফল হয় তার নির্বাচন প্রক্রিয়া । এই কামনা করি ।