জীবন চলার নিয়ম কায়দা
এখন চলে না, যুগ-মান্ধাতা ,
বিজ্ঞান-প্রযুক্তি, ভরা ক্ষিতি
চাই মত্ , বিচার, সুষ্ঠু স্থিতি ।


নীতির গতিটা প্রকৃত কাজে ,
প্রতিটি কাজে খাটুনি আছে ।
হেলাফেলায় আসে দুর্গতি
মেলে না মাপের সুখশান্তি ।


কেহ বলে, পিছেপড়া শনি
তাঁর দ্বারাই সবকাজে হানি !
শনিরে তাড়াতে সময় যায়
তবু অদেখা শুভফল তায় !


এবার ধারণ, মাদুলি-তাবিজ
আংটি আঙুলে করে গিজগিজ ।
আত্মার শান্তি, এই বুঝি মুক্তি ,
আসল ধরাতল এ বৃথা যুক্তি ।


(ইং-১১-০৯-২০১৯)