ঘুণধরা উপদেশ-কোণ ঠাসা
সে নীতি, পরম্পরা, আচার ,
ঐ পুরাতনে, বিরূপ- নিরাশা -
মান্যতে নবীন যে লাচার ।


খটকা লাগে গত শিক্ষা পথ
সম্যক নাহি যার জ্ঞান ,
নবীন ভাবে পায়াভাঙা রথ -
দেয় না তারে আজ মান !


চায় হাজির চুটকি ভর পলে
বিচারের সারাংশ আর মর্ম ,
ব্যাপকে খোঁজে তাই হালে -
সহজে বুঝিতে সে ধর্ম ।


চায় সমাধান নিরেট সত্য
প্রমাণে অকাট্য, ত্রুটিহীন -
গত জ্ঞান যেন রুগীর পথ্য -
সহজে মানে না নবীন !


(ইং-১১-০৯-২০১৮)