করো না ভুল- ফয়সালা ,
যে পথে জ্বালা, নয় চলা  !
সে মামার দল,-ধামাধরা ,
সেথা সদা যে পোয়াবারা !
তলার খাও, গাছের খাও,
মূলটা চিবাও, ধ্বংসে তাও ।


সুযোগে দেও,- গা ঢাকা -
স্বার্থে পুনঃ ঘুরাও চাকা ,
নেবে দল, জয়-জয়-কার -
শাসক দল, ভেব না, পর ।


শক্ত মুঠোয় ধরো এঁটে -
দেশটা খাও, চেটেপুটে ,
শক্তি পাবে, বেজায় ভারী -
ধর উপায় লেজটি তারি ।


এঁরা যখন দেশ চালায়
প্রবুদ্ধ-বিজ্ঞ, চুপষে যায় !
হাত পা ভারী ! কষ্ট মেলা -
মুখে-ও রাখে দিয়ে তালা !
ভাল বোঝে ,কালকোঠরি ,
সাবধানে তাই, চুপটি ধরি !!


(ইং-১৫-০৮-২০১৮)