ও ভাই, পবন ! দমকা ,
কেন এ কাজ করা আচমকা ।
আমি যে ক্ষুদ্র মাটির প্রদীপ
নির্বাপিত করো না জীবনদীপ ।

স্বযতনে, স্বজ্ঞানে, ধরেছি শিখ ,
আলোকিত করিতে দিগবিদিক ।
দুর্বলের কী বাঁচার অধিকার নাই ,
ছোট যে হেয়, কারণ কী তাই ?

ধরি না মনে অশুভ মতি
করি না কারো কক্ষনো ক্ষতি ,
হাওয়া ! তোমারে বড়ো ভয় -
হঠাৎ কখন কি না ঘটে যায় !

ক্ষুদ্র হয়ে ও যোগাই আলো
দুনিয়াকে বড়ো বাসি-ভালো ,
গরীবকে রেখ শেষ কালে -
দিও না তারে আঁধারে ঠেলে !

(ইং-০৮-০৯-২০১৮)