অন্যায়ের প্রতিবাদে সবার আছে দিল্
তাই বিরোধে, দিল্লীতে আবার মিছিল ,
কি না, দ্রব্য মূল্য বাড়ছে- বেজায়
কেবলি সরকার শোষণের কলকাঠি ঘুরায় ।


ঘর থেকেই বাধা পাই- সে মিছিলে চলা
“ভীড়ে যাওয়া নিয়ে তোমার যত্তো জ্বালা !
এবার ও পথে ঘাঁই-গুঁতো খাওয়ার মহাপালা ,
দিব্যি চালিয়ে যাও না দিন , মগজে লাগাও তালা ।


পুঁজিপতিরা দু’পয়সা না কামালে
বিনা ‘করে’ কী দেশ চলে ?
কত বার তো গেলে দিল্লী
এসেই বেমার পড়ো, লাগাও ব্যথায় চিল্লাবিল্লী ,
কেউ কি বলেছে, হয়েছে কিছু শুভফল ?
শুধু শুধু পথের ধকলে- রক্ত করা জল !”


এবারের তাড়ায় একটু বুঝে পাই হদিস -
জন বিরোধের জন্য বিফল হয় শাসন সাজিস ।
সত্যি তো, ওরা গরীব স্ত্রী-পুরুষ জওয়ান ছেলে ,
ত্যাগী, দেশের স্বার্থে এখনো চলে দিল্লীর মিছিলে ।


(ইং- ১০-০২-২০২০)
হিন্দী শন্দ সাজিস > গুপ্ত ফন্দি, চক্রান্ত ।