বইপত্র ঘেঁটে করি যোগাড়
মাথায় নিয়ে জ্ঞানের পাহাড় ,
ভূবন জয়ে পথে-ঘাটে -
বিশ্ব ঘুরে করি তোলপাড় !


বাঁচায় দু’বেলা পেটের আহার
প্রতিদিন জীবনে ভীষণ যে দরকার ,
গৃহে না জ্বলিলে সময়ে উনুন
সাথে, চাল-ডাল তেল-নুন ,
খোঁজ রাখি না মোটে তার ।
অভুক্তে-অনশন ,জ্ঞান ছারখার ,
দেহ ’পরে শোভে পাঁজর হাড় ।


কে করে জড়ো, থালায় বাড়ে ?
একটু গাফিলতি, ভাবমূর্তি-খুব-
হয় না অন্যথা, আসি তেড়ে ,
এই তো জ্ঞানের আসল রূপ !


(ইং-২৯-০৭-২০১৯)