শুধু উচিত উচিত করো !
বলে দেখেছ একবারও ,
উচিত বলায় কী জ্বালা ?
ঝামেলা বাড়ে অতি মেলা ।


পেটের দায়ে চুরি তাই
সত্য বলায় জেলে যাই ,
যদি বলি, আমি গরীব
আঁড়চোখে দেখে শরীফ ,
যদি বলি ছোট জাত-
কেহ দেয় না জল বা ভাত ।


অহরহ সৎ- বাঁচে সন্ত্রাসে
ক্ষণেতে বিপদ ঘনিয়ে আসে ,
উচিত জনার বন্ধু কম -
কষ্টের জীবন- হরদম ।


(ইং-৩০-০৬-২০১৯)
*-শরীফ > সৎ