মানবের জন্য সে মানব কাঁদে
মানুষই শত্রু ! মানুষের বর্বাদে !
মান্যের মধ্যে নৈতিক মূল্য -
কোনটা প্রকৃত মঙ্গল তুল্য ?


সময়ে বোঝে না মানুষ তা’
দুর্ভোগ ভোগে কাজে অযথা ,
ভুল নীতির সংখ্যা বাড়িলে -
অধঃগতি সেথা গভীর অতলে !


মানিলে ভব্য সমকালীন প্রথা -
শান্তির বসবাস আপসে মিত্রতা ,
আছে কার সাধ্য সংসার ভাঙে ?
সমাজ যে গড়ে সপ্ত রঙে ।


সচেষ্ট সর্বদা, বিজ্ঞরা তৎপর
অহরহ চেষ্টিত সুনীতির খবর ,
পলি জমে জমে, অনেক স্তর –
সে নীতি যেন আজ প্রস্তর !


(ইং-০৩-০৯-২০১৮)