এসেছে ভোট ,জনে-জনে মাতায়
এর আগে বসন্ত , লাগে কোথায় !
ঘোষণার ফুলঝুরি, বাজি-বাজনা -
ভরসা বিশ্বাসের, রমরমা নাচনা ।
ছড়ানো ছলনার দোকান-চারিধার ,
সব নেতা পক্ষের ভুয়ো-কারবার ।
সেথা রম্য পসরা , কাতারে কাতার
সুনামে পরিপূর্ণ, সম্মানে নেতার ।
পোস্টার, ব্যানারে শোভে শহর ,
অছুত নয় অজপাড়াগাঁ, এ মঞ্জর !


নানা আশ্বাসন কত যে অগোনা ,
মিষ্ট লোভাতুর মনে লাগা ঘোষণা !
অজস্র গাড়িঘোড়া লোক-হাজার
সভায় জনগণ গমগমা বাজার ।
নেতার হাত ব্যথা, ব্যাপক আদর
সেলুট জবাবে তিনি হন কাতর !
গলা ভর্তি সুগন্ধি ফুলহার মালায়
জয়-জয় শুনে, হাস্য বদন নেতায় ।
বচনে সাঁপুড়েসম সবারে নাচায় ,
নিষ্কর্ষ, সে ভাষণ ভরা অশুদ্ধতায় ।


(ইং-২১-১০-২০১৮)