ডিমফুটে কেবল বেরুল ছানা
হাঁটুতে পায় না বল ,
প্যাঁক-প্যাঁক তার দু’শব্দ জানা
খাদ্য-খোরাক তরল ।
কড়কে রোঁয়া ভাঙেনি এখনো
উপদেশ ভরায় আতুর ,
যতো খামখেয়ালী সৃষ্টি কথায়
তা’ জ্ঞানেরে-শ্রাদ্ধ, ফতুর ।


কি করে জীবন- ডিমে ছিল
কি করে বা সৃষ্টি !
আদি নাড়ির দিগন্ত উজাগর ,
শিখায় তারে কৃষ্টি ।
বেশি হাওয়ায় বেলুন ফাটে
জ্ঞানের চাপেও তাই -
কোলে পিঠে স্থান না থাকিলে
সব উপদেশ, হাওয়াই ।


(ইং-২৬-০৬-২০১৯)