“কি পুরাণ
কি বর্তমান
দর্শন ও দর্পণ
সমান সমান...লোভ সংযত রাখা ভালো ,লোভের ঘোর যেন লাগে না,তাহলে আবার সেই পুনরাবৃত্তি...ধ্বংস হবে অনিবার্য...দুর্দান্ত পূর্বাভাস।” >শম্পা ঘোষ ।
> প্রিয়কবি শম্পা ঘোষ দ্বারা আমার কবিতা “সবে দোষ”, সেথা তাঁর অতি সুন্দর মন্তব্যের উপর আজকের কবিতাটি তাঁর নামে (সম্মানে) দিলাম ।


মনোজয়ী মন্তব্য !


নিত্য কত লেখা লিখি
কত বা তারে ফিরে দেখি ,
রূপকারের ইচ্ছা শক্তি
হৃদে জাগে স্বতঃ ভক্তি ।
উপমা সহ মন্তব্য দান
ভাবুক হই আদান প্রদান ,
ভাষাশৈলী এত মধুর
আভা তার স্নিগ্ধ-মেদুর !
অসাধারণ মনোনিবেশ
হৃদয় মাঝে রয় রেশ ,
ভাবে ভরা উঁচু মান
শীতল হ’ল মনোপ্রাণ ।


(ইং-৩১-০৫-২০১৯)