রাজার বাড়ী বড়ো ভোজ -
অদ্ভূত যতো সাজ-গোজ !
নানা রঙের বর্ণচ্ছটায়,
অবাক করা বাজি-বাজনায় !


ডুগডুগির চামড়া বেশ নরম !
বাদ্যি বাজায় গরম-গরম ,
অভাগার ছালে ঢাক গড়া -
তাই তো বাজনা মন কাড়া !


ভৃঙ্গী নৃত্যের ,- ভঙ্গিমা- ধরণ
নেচেই মাতাল চাহিদা পুরণ !
আনন্দে দোলে সবার চরণ ,
রাজারে তারা করছে বরণ ।


যুগেযুগে পাই, এ আচরণ ,
শান্তির বাঁচার, এমনি কারণ !
শোষণ যন্ত্র ফুলে বাড়ে -
দৃশ্যে প্রজা পাঁজরা-হাড়ে !!


(ইং-০৯-০৮-২০১৮)