চোর- সাধারণতঃ- দু’প্রকার ,
এক-তার পেট- ক্ষুধায় হাপর !
কাল কাটে, উপোষে- অনাহার ,
অগত্যা চুরি বিনে- অগতি তার ।


আর এক চোর রূপে চমৎকার !
তার চাই শুধু অর্থের পাহাড় ।
খোরাকে, চর্ব-চূষ্য সোমরস -
তার এ-সিতে, সুখে,-বসবাস ।


কেহ সিঁধ কেটে করে চুরি ,
কেহ ব্যাঙ্ক লুটে- বিদেশ পাড়ি !
তারা নামী-দামী, সম্মানী চোর -
বাকি চোর, ছিঁচকে-ছ্যাঁচ্চোড় ।


ছোট চোর পায় গণধোলাই ,
বড়োর ! বিচারের নেই বালাই ।
জ্ঞানী মানী চোরের দল ভারী -
সুট-বুটে, অপরূপ মনোহারী !


কত যে কুর্সিতে মঞ্চে বসে ,
পাহারায় সন্ত্রীরা, আশেপাশে ।
ভেব না সে নিরাশ লজ্জায় !
আরো ফুলহার চায় গলায় !!


(ইং-১২-০৮-২০১৮)