রূপে উজ্জ্বল-অপরূপা
মস্তকে সুনামের-শিরোপা ,
ধর্মধ্বজে সদর্পে চলে -
মত্তহস্তী মাতাল তালে !
অসীম ক্ষমতা তার হাতে
জঘন্য কর্মে আছে মেতে ।


স্বয়ং পরে অভেদ্য বর্ম
পড়ায় পাঠ, শান্তির ধর্ম !
মানো- না মানো, তাকে
ধ্বংস কাজে, আগের ভাগে ।
কালবৈশাখী ঝড় ,অ-ক্ষম্য ,
তার ও সেমত ধম্ম-কম্ম !


বৃথা প্রতিকার, ভাবা তার ,
যতো করো, কষ্টে চিৎকার !
প্রতিধ্বনি, ফেরে প্রতিবার -
সে ধ্বনি শুনি, হাহাকার !


এ যুগ প্রথা, জল্লাদ-ফল -
সৎ , সে ভেস্তে হবে জল !
সব নিস্তেজ, নামীর রীতে ,
হবে বাঁচিতে জল্লাদ প্রীতে !


(ইং-১৩-০৮-২০১৮)
*-ভেস্তা, >পণ্ড, শেষ ।