ভোলা মানুষ আহলাদিত, পরমুখে খেয়ে- ঝাল !
আকাশ কুসুম কল্পনায় ভাসে
অজানা সুখে মাতে উৎসাহে ,
সে ছলনা ,ছিঁড়তে পারে না, মৃত্যুমুখী জাল ।

বারোমাস, ডেকে সর্বনাশ, হাততালি দেয় -
সারা জীবন ঢলে যাতনায় -
তবু ,কত সায়, নির্বুদ্ধিতায় ,
একটি ক্ষণ দেয় না মন, জরাজীর্ণ অবস্থায় ।

পুড়ছে ঘর, বে-খবর, জীবন ভরা নেশায় ,
রটনা কথা, শোনে অযথা
পথ হারা রয়, ভুলে ব্যথা ,
প্রজন্ম এনে দেবে সর্বসুখ , বাঁচে এ আশায় ।

(১৫-০৬-২০২৫)