নাঙল- জোয়ালে-বলদ জোড়ায় -
হয় না উত্তম চাষ ,- এ জমানায় ।
লাগে না ঢাল-বল্লম- ছোরা-তীর -
যুদ্ধ হয় মিশাইলে, বিনা ভীড় ।
দুঃখ জীবন, শোষণ যন্ত্রণায় -
দু’মুঠো অন্নে শুধু বাঁচা যায় ।
চালানো দেশ সে দূরের কথা -
হলে অনভিজ্ঞ, ধ্বংসের প্রথা ।
সুদক্ষ মাঝির অভিজ্ঞতা দ্বারা -
ঝঞ্ঝায় জন, প্রাণে বাঁচে তারা ।
কালের ধারায় জীবন চলা -
এ উত্তম পন্থায় সবার ভলা ।
(২০-১১-২০২৪)