রাঙা পলাশ, লাল গোলাপ মনে ধরে না ,
কত কষ্টের আর্তর জীবন তারে অজানা ।
ঋতুর পরিবর্তন, তারা কখন যায় আসে ,
বুঝি না শীত-তাপ সেথায় বারোমাসে ।


বিতাড়িত বুড়োলোক কত পথে বসে
বসি না ক্ষণকাল তাঁদের নিকট পাশে ।
দিনের কর্তব্য-কাজ, যোগাড়ে খাবার ,
নেই জানার স্পৃহা-মোহ আর সমাচার ।


উথল-পুথল ভূচাল ঘটে চারিদিক
জ্ঞানে উদাসীন, নয় বৃদ্ধি প্রকৃত শিখ ।
কোন যুগে আছি বেঁচে রূপ তার কি ,
কেন যে মনোভাবনা নিঃস্ব ভিখারী !


(ইং-২৫-০৭-২০১৯)