পেটের টান, ক্ষুধায় কাতরে প্রাণ তার ,
অন্যের অধিকার কেড়ে খায় জানোয়ার !
একে অপরে লড়ে, বাজী রাখে জান
হিংস্রতায় এমনি স্বভাব, স্বার্থ-ক্রমবর্ধমান ।


মন্দির, মসজিদ, গির্জা, মঠে ভরমার ,
সুসভ্য দেশে ধর্ম মান্য, প্রবল সবার ।
সমবায় সমাজ জ্ঞান-গরীমা নিয়ে মাথায় ,
স্বার্থীর কী দেখি, কর্তব্য-কর্ম অযথায় ?


সংঘটিত যাবতীয় অশান্তি ঝঞ্ঝাট -
মনুষ করে কারণে অকারণে ভরে মাঠঘাট ।
হত্যা লুট রাহাজানি অপকর্ম আচরণ ,
পাই কর্ম-বিচার ,পশ্বধম, বাঁচার ধরণ ।


(ইং-২৯-০৭-২০১৯)